বাযোলজির সাথে জোতিষের অদ্ভুত যোগ—–
আমরা সবাই বাযোলজিতে হেরিডীটি বা বংশগতির কথা পড়েছি।সাধারন ভাবে আমরা এটাও জানি যে ছেলে মেয়েরা মা বাবার অনেক গুন পেয়ে থাকে।অনেক ভালো গুণের পাশ।পাশি খারাপ গুন গুলিও বংশ পরম্পরা প্রবহমান হয়।আপনারা যদি আপনাদের পরিবারের মা বাবা আর তাদের ছেলে মেয়েদের কুষ্টি ভালো করে পর্যালোচনা করেন,দেখতে পাবেন মা বাবার সাথে তাদের সন্তানের রাশি বা লগ্নের কোনো না কোনো মিল অবশ্যই আছে।অর্থাৎ কোনো ছেলের কুষ্ঠীতে সে তার মা বা বাবার হয় জন্মররাশি বা জন্মলগ্ন এর কোনো না কোনো একটা,বহুক্ষেত্রে দুটোই পেয়ে থাকে।আর রাশি মানে মানসিকতা, লগ্ন বলতে শরীর ও নিজেকে বোঝ।য়। তার মানে সেই ছেলেটি জন্মসূত্রে তার মা বা বাবার কিংবা দুজনেরই ভালো খারাপ গুন নিয়ে জন্মগ্রহণ করেছে। আপনারা সবাই নিজেদের ক্ষেত্রে এটা মিলিয়ে দেখার চেষ্টা করুন।